মূল পাতা মুসলিম বিশ্ব আমেরিকার মদদে ফের গাজ্জায় তাণ্ডব শুরু করেছে ইসরাইল; শহীদ ৩৪০
মুসলিম বিশ্ব ডেস্ক 18 March, 2025 01:59 PM
যুদ্ধবিরতির সম্ভাবনাকে ধূলায় মিশিয়ে গাজ্জায় আবারও তাণ্ডব শুরু করেছে ইহদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। কয়েক ঘণ্টায় বিমান হামলায় অন্তত ৩৪০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা ইসরাইল এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
মঙ্গলবারের (১৮ মার্চ) রোজা শুরুর জন্য সাহরির প্রস্তুতির সময় গাজ্জাবাসীর উপর নির্বিচারে বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।
কোনো পূর্ব ঘোষণা বা আভাস ছাড়াই আচমকা এই হামলায় রাতের নিস্তব্ধতা চাপা পড়ে হতাহতদের আর্তচিৎকারে। ভোরের আলো ফোটার আগেই শহীদের সংখ্যা দুইশ' জন ছড়িয়ে যায়। হামাসের সম্ভাব্য অবস্থানে হামলার দাবি করা হলেও শরণার্থী শিবির, স্কুল ভবনসহ বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণে হতাহতের প্রায় সবাই নিরস্ত্র সাধারণ মানুষ।
দ্বিতীয় পর্বের যুদ্ধবিরতি শুরু করতে কাতারে মধ্যস্থতার আলোচনা চলাকালে এই হামলার পক্ষে সাফাই দিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, হামাসের কব্জায় থাকা বাকি জিম্মিদের মুক্ত করার জন্য আবার যুদ্ধ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
এর মাধ্যমে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক যুদ্ধবিরতি ইসরাইলের পক্ষ থেকে একতরফাভাবে ভণ্ডুলের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস। হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করা হয়েছে, হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি নিয়েছে ইসরাইল।
সূত্র: আল জাজিরা